দাসখত লিখে দিয়েছি অনুগত সময়ের কাছে,
নিরবিচ্ছিন্ন যাত্রাপথ চড়াই উৎরাই পেরিয়ে চলে গন্তব্যে –
প্রতিশ্রুতির ভারসাম্যের খেলাঘরে বেনোজল ঢুকে যায় বারবার ,
নির্বাসিত ইচ্ছের পাটাতনে জমেছে অন্তঃশূণ্য বল্মীক।
স্রোতের লাগামহীন উচ্ছ্বাস মানে না দ্বিধাদ্বন্দ্ব,
বাঁধাধরা নিয়মে নেই সীমারেখার ভ্রুকুটি,
সুযোগ ফসকে যায় অলসতার দাক্ষিন্যে,
অধরা থেকে যায় সময়ের সেই শুভক্ষণ।
সময় একটা একবগ্গা টাট্টু ঘোড়া,
বাঁধা পড়ে না কোনো বন্ধনে,
নির্ভেজাল পরশপাথর, শুধুই ছোঁয়ার অপেক্ষায়,
সময়কে ছুঁতে পারলেই সাফল্যের শীর্ষবিন্দু নিশ্চিত,
অদৃশ্য বন্ধু অরূপরতন মূল্য মহার্ঘ অপরিসীম
সময়ের তালে পা ফেলে সময়ের মূল্য খুঁজি………