জীবন যখন পেলাম মরণ তো আসবেই একদিন,
জন্ম- মৃত্যুর নিখুঁত হিসেব বিধি রাখছে প্রতিদিন।
জীবন থাকলেই জরা আছে,আছে সুখ দুঃখের ঢেউ,
সময়ের পাশা কখন পাল্টাবে জানে নাতো কেউ।
জীবন সেতো ছোট্ট অতি কর্ম দিয়ে গড়ে,
সফলতার ফুল সুবাসে নিতেই পারি ভরে।
জীবন তাই কানে কানে আমায় ফিসফিসিয়ে বলে,
মহাকালের ডাকটি এলে আয়ূ পড়বে ঢলে।
তাইতো বলি,পূর্ণতার সোপান পথে এগিয়ে চলা চাই,
ফলে ফুলে জীবনটাকে ভরিয়ে নেওয়া তাই।
মরণ! আমার সুজন সখা! আমার প্রেমিকজন,
পরম প্রাপ্তির সোহাগেতে জুড়াবে তনুমন।
আসবে যেদিন মরণ আমার অনন্তকালের পথে
পুষ্পমালায় ধূপ সুবাসে যাবো স্বর্গরথে