কিছু সম্মান পরে থাকে পোড়ো মাঠের গায়ে
কিছু সম্মান পরে থাকে হৃদয়ের কোনায়,
উঁচু আকাশটার সমস্ত সম্মান পড়ে আছে সারা বিশ্বের মাথায়
মনের পাহাড়ে বাসা বাধা মেঘ জমে রয় নির্দ্বিধায়।
মনের মরুদ্যানে একপিসে মৃদু রোদ একা রয়
ঘন কাতর অবসাদ নিখাদ চেতনার অপেক্ষায় ;
চির বিদায়ী এই অবগাহন আরও বেশি যন্ত্রণাময়।
নিস্পৃহ কলকাকলি দেখা দেয়নি কাল
আমি সযত্নে সচল;তবু যেন বিকল।
রোদ মাখা বিকেলের পুরোনো সেই ইতিহাস
থমকে যাওয়া বায়ুর চলাচলে নির্জন সমাবেশ–
যেন ফিরে দেখে আমাদের পরবাস।