নাব্যতা ঠিক কতো গভীরতা পেলে
প্রেমের ভাটায় ময়ূরপঙ্খী চলে !
শ্রাব্য দু’মন কতটা দ্রাব্য হলে
নীরবতা শত শব্দের কথা বলে !
শরীরী স্পর্শ কতদূরে চলে গেলে
আদি রোমাঞ্চ জেগে থাকে সমহারে !
প্রেমের দৈর্ঘ্য কতটা দীর্ঘ হলে
ফুটে চলে ফুল মন্দাকিনীর ধারে !
বিরহের টান কতো মজবুত হলে
সুধাময় হয় প্রেমের পরাগে মধু !
পরবাসে প্রেম কতটা কষ্ট পেলে
নির্ঘুম থাকে দিগন্তে দিগ্ বধু !