বৈধ সুখে দিব্যারতির গভীরতর স্বপ্ন দেখে,
সমিধ ঢেলে সার্থকতার হোমকুণ্ড জ্বালিয়ে রাখে,
পরাজয়ের বহ্নিজ্বালার প্রখর তাপে ব্যাকুল হিয়া,
ভাবের ঘোরে কল্পনারঙ মিথ্যে মোহের আবেশ মাখে ।
সকল আশা লুপ্ত করেও ভালোবাসার আকিঞ্চনে,
উথাল পাথাল পীড়ন সুখের আকাঙ্ক্ষাতে স্বপ্ন দেখা।
চুকিয়ে দিয়ে কালবোশেখী ঝঞ্ঝা বাতের যাপন-কাল
সর্বনাশা বহ্নিশিখায় হৃদয় জ্বালা গোপন রাখে।
কুঠার হেনে মর্মমূলের সকল ব্যথা বুকের মাঝে,
মিথ্যে মোহের আচ্ছাদনে মুখোশ পরে মুখ যে ঢাকে।
দুর্বিপাকের ঘূর্ণিঝড়ে বিমূর্ত সব ফাঁকির জেরে
অবচেতন কল্পনারঙ পরকীয়ার আবেশ মাখে ।