পরকিয়ায় ধরা পড়ে যে
গনশা খেল ধোলাই ,
রেগেই বলে মূর্খেরা লাফায়
পড়াশোনা ছাড়াই।
পরকিয়া প্রেমের রীতি
আছে যে তার চল্,
বলছি শোন তাদের কথা
করিনে মিথ্যে ছল!
ভাতৃবধূ তারা-সুন্দরী
সুগ্রীব করে বিয়ে
তুমুল বিবাদ বেধে যে গেল
ঝগড়া দুই ভাইয়ে।
শ্রী রামচন্দ্র সহায় হন
বালির পক্ষ নিয়ে,
অন্যায় ভাবে হত্যা করেন
বালিকে তির দিয়ে।
কৃষ্ণের সঙ্গে রাধার মিলন
নিরুপায় আয়ান ঘোষ ,
রাধার সঙ্গে পরকীয়ায়
কেউ ধরে কি দোষ?
একই স্ত্রীর পঞ্চ-স্বামী
নয়কি পরকীয়া,
সাহস হয় কি কিছু বলার
তাদের কথা নিয়া?
দেব-দেবতা, নামি-লোকে
করলে পরকিয়া,
কেউ কথা কি বলে তখন
তাদের দোষ নিয়া?