রমজানের এই মাসের শেষে
খুশির তুফান ঘরে,
পবিত্র ঈদ মানায় সবে
নতুন পোশাক পরে।
বাঁকা চন্দ্র নভ মাঝে
দেখে বেজায় সুখে,
মহান ঈদের নামাজ পড়ে
কাটায় হাসি মুখে।
হৃদয় মাঝে খোদার প্রীতি
করে সেবা ব্রত,
গরিব জনে দানটি করে
ধর্মে থাকে রত।
খুশির জোয়ার ঘরে ঘরে
ধনী গরিব সবে,
আলিঙ্গনে মিলন উৎসব
পালিত হয় ভবে।
প্রীতি ভোজের আয়োজনে
ব্যস্ত গৃহী জনে,
দানে ধর্মে কাটে দিবস
ঈদের মধুর ক্ষণে।