তোমার আমার হাজারো সংলাপ
ছড়ানো আছে শালিক বুক মাঝে
দিন রাত্রি যুদ্ধ ওঠে জেগে
হারিয়ে যায় অকারণের কাজে
কিভাবে সব ফুরিয়ে যায় দিন
রাত শরীরে স্বপ্ন ফুলঝুরি
আমরা লুকাই নীল তারাদের চোখে
কখন যে সব ঘুম গিয়েছে চুরি
হাতের উপর হাতের মরশুম
বুক ভেতরে পদ্ম করে বাসা
হরেকরকম অসুখ ভেঙে ভেঙে
আমাদের এ নিত্য যাওয়া আসা
এভাবে সব যাকনা কেটে বেলা
গাছ গাছালির সবুজ হৈচৈ
মন খারাপি গল্প ঘুম যাক
আমরা হব বিন্নি ধানের খৈ