গন্ধ গলে যাচ্ছে মোমের মত
সোহাগ শর্বরী কুহক রচে যায়
ঘাসি নৌকা, ফুরফুরে সিল্কি হওয়া
দোলা দেয় মনে আমার।
বিশল্য করনী তো তোমারি হাতে।
অনেক জ্যোৎস্নার মধ্য আমার জন্যে
হবে কি একটি কবিতার চরণ?
ডানা মেলে উড়ে যাবার আগে,
আমার আকাঙ্ক্ষায়!
সবুজ বিছানায় ছড়িয়ে দাও
তোমার পশম পালক,
গন্ধ, ঢেউ , হৃদবাক্যের স্পর্শ দর্পণ হোক!
চতুর অভিরঙ্গে অস্তিত্বের রশ্মিগুলোর,
গভীরে নাচুক বিশ্বাসী পদ্ম পলাশ!