Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » পদাতিক || Subhash Mukhopadhyay

পদাতিক || Subhash Mukhopadhyay


যেখানে আকাশ চিকন শাখায় চেরা
চলো না উধাও কালেরে সেখানে ডাকি,
হা ! হতোস্মি-সড়কে বেঁধেছি ডেরা
মরীচিকা চায় বালুচারী আত্মা কি ?

লাল মেঘ গুহা পাবে না হয়তো খুঁজে
নিজেরে নিখিল মিছিলে মেলাও যদি,
চলো তার চেয়ে মরা খড়ে ঘাড় গুঁজে
হব অপরূপ অপরাহ্নের নদী |

হরিণ সময় লাগামে বাঁধতে পার ?
বিশ শতকেও ফুলের বেসাতি করি,
অতল হ্রদের মিতালি হৃদয়ে গাঢ়
হিংসুক হাওয়া দেহে আঁকে চক্ খড়ি |

প্রতিবেশী চাঁদ নয় তো অনাত্মীয়
রামধনু-রং দেশেও জমাব পাড়ি,
মাঠের শিশির ঝরবে না একটিও
ক্রীতদাস ছায়া গোটাবে না পাত্ তাড়ি |


জানি ; পলাতক পাখায় নভশ্চারী
খোঁজা নিষ্ফল নক্ষত্রের ঘাঁটি ;
ফাঁকা ভাঁড়ারের ওস্তাদ সংসারী—
আর কতদিন ঢাকবে ধোঁকার টাটি ?

পিরামিডে থাক পিরীতি কফিন-ঢাকা,
অহল্যা হোক পিচ্ছিল হাতছানি,
প্রগল্ ভ যুঁই মেলুক বন্ধ্যা শাখা,
চাঁদের চোখেতে পড়ুক অন্ধ ছানি |

উপবাসী রাত অক্ষম অভিনেতা |
হৃদয়ে হাঙর-যক্ষ্মাই ঠোকরাবে |
ফসলের দিন সামনে, কঠিনচেতা—
অবৈতনিক বেডেই তা টের পাবে |

বুঝেছি, ব্যর্থ পৃথিবীর পাড় বোনা ;
স্বপ্নের ভাঁড় সামনেই ওলটানো |
তামাসা তো শেষ ; পারের কড়িও গোনা—
কঙ্কালখানা কালের স্কন্ধে টানো |


শ্রীমতী, আমার অরণ্য-স্বাদ
মেটে এখানেই | লেকে সন্ধ্যায়
গোচারণ ঘাসে প্রার্থী যুবক |
কমণ্ডলুতে কারণ, তাইতো
ওঁ তৎসৎ,— প্রলাপ মানেই |
ফরাসি রাজ্য ভাল লাগে, তাই
সংসার-ত্যাগ | লাল ত্রাসে কাঁপে
গ্লেসিয়ার দিন | পেশোয়ারিদের
করকমলেই ভবলীলা শেষ |


( উঞ্ছজীবী ডাস্টবিন নির্জন বলেই )
অনেক আগ্নেয় রাত্রে নিষিদ্ধ আমারা
দেখেছি বৈষ্ণব বেনে অকৃপণ হাত দেয় পণ্য যুবতীকে |
অবশ্য নেপথ্যে চলে নিরামিষ নাচ আর গান |
কখনো নিষ্ঠুর হাতে তারা কিন্তু মারে না কো মশা একটিও |
( আমরা কয়েকটি প্রাণী, — দু-চোখে ঘুমের হরতাল | )
মাঝে মাঝে শোনা যায়, ভবঘুরে কুকুরের ঠোঁটে
নতুন শিশুর টাটকা রক্তিম খবর !

( তন্বী চাঁদ ক্রোড়পতি ছাদের সোফায় ! )
চীনা লাবলসৈনিকের শরীরে এখন
নিবিড় নির্বাণ-বিদ্যা বীক্ষণ করে কি বেয়নেট ?
বোমাত্মক এরোপ্লেন গান গায় দক্ষিণ সমীরে—
মরণ রে, তুঁহু মম শ্যাম সমান |

সুপুষ্ট ঈশ্বর সুনি উষ্ণীষ আকাশে
পুঁজি রাখে আমাদের অর্জনের রুটি—
( সাদা মেঘ তারি কি স্বাক্ষর )
মৌমাছির মতো বসে কতিপয় নক্ষত্র নাগর
নিশাচর ফুর্তির চূড়ায় |
উচ্চারিত ক্ষোভে তাই বিস্ফোরক দিন
ছাত্র আর মজুরের উজ্জ্বল মিছিলে
বিপ্লব ঘোষণা করে গেছে |
তবুও আড্ডায় চলে মন-দেয়া-নেয়ার হেঁয়ালি |
প্রতিদ্বন্দ্বী সব্যসাচী ডবল-ডেকারে
( চাক্ষুষ আমার দেখা ) ফাল্গুনী কবিরা
অর্ধেক চাঁদের মতো কী করুণ চ্যাপ্টা হয়ে গেছে |

অহিংসা পরমো ধর্ম নীলবর্ণ শৃগালের দলে |
টাকার টঙ্করে শুনি : মায়া এ পৃথিবী |
জীবের সুলভ মুক্তি একমাত্র স্বস্তিকার নীচে |
সংগ্রাম সন্ধিতে আজ কী চক্রান্ত চৌদিকে ফেঁদেছে !

আজকে এপ্রিল মাস, — ( চৈত্র না ফাল্গুন ? )
ভ্রষ্ট নোগুচির নিন্দা চড়াইয়েরা ভণে |


অগ্নিবর্ণ সংগ্রামের পথে প্রতীক্ষায়
এক দ্বিতীয় বসন্ত | আর
গলিতনখ পৃথিবীতে আমরা রেখে যাব
সংক্রামক স্বাস্থ্যের উল্লাস |
ততদিন আত্মরক্ষার প্রাচীর হোক
প্রত্যেক শরীরের ভগ্নাংশ |

জীবনকে পেয়েছি আমরা, বিদ্যুৎ জীবনকে |
উজ্জ্বল রৌদ্রের দিন কাটুক যৌথ কর্ষণায়
দুর্ঘটনাকে বেঁধে দেবে কর্মঠ যুবক
নিখুঁত যন্ত্রের মধ্যতায় |
অরণ্যকে ছেঁটে দেবার দিন এসেছে আজ |

তবে, যুদ্ধ আজ |
রাজন্যের অনুকম্পা নেই,
প্রজাপুঞ্জের স্বপ্ন-ভঙ্গ |
বণিকপ্রভু চোখ রাঙায়,
কারখানায় বন্ধ কাজ |
( ইতিহাস আমাদের দিক নেয় | )

উদাসীন ঈশ্বর কেঁপে উঠবে না কি
আমাদের পদাতিক পদক্ষেপে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *