পথ হারাব বলে কি পথেই নামব না!
তাহলে বল কি – পথে হাঁটব না!
যদি পথেই না নামি, নতুন পথ পাব কিভাবে?
পথে হাঁটলে বাধা বিপত্তি অবশ্যম্ভাবী
পথে নামলে কাঁটা বিঁধবে পায়ে, রক্তাক্ত হবে চরণ দুখানি,
তা বলে তো থেমে থাকতে পারব না।
চরৈবেতির মন্ত্র জ্বলুক সবার অন্দরে
সমান অসমান, সমতল বন্ধুর
সব পথই হোক চলবার পথ।
সামনে যে পথ আসবে সে পথেই চলতে হবে
যদি না হয় অন্ধ গলি।
সবার জীবনে সাফল্যের পথ কি আসে?
জানিনা বা বলতে পারবনা,
উত্তর আসবেই আসবে, যদি থাকা যায় এই পথে।
জীবন হলো সরলরেখা, আলোর গতির মতো
মাঝজীবনে এসে ঘুরি, গোলোকধাঁধার মতো
পথের মাঝেই পথ হারিয়ে ঘুরি উদভ্রান্ত।
বিদ্যুৎ চমক জানিয়ে যায়
এই পথ নয়তো সঠিক পথ।
তাইতো বলি বন্ধু শোন
এই পথেই জীবন এই পথেই মরণ আমাদের
সবকিছু পথের বুকে হোক সমর্পণ।।