পথ বলেছে গাছ মেলেছে ছায়া
পাহাড় পাতায় বাড়িয়ে আছে পা
দিক হারানো নোঙর মাটির মায়া
এ আই থেকে আদিম হরপ্পা ।
পথ দেখেছে সক্রেটিসের — না
লোরকা বুকে আগাম পান্ডুলিপি ,
কাজল চোখে অপুর অপর্ণা
প্রেমের জ্বরে যুবতী জলপিপি ।
পথ চেয়েছে , ভাষার শহীদ — যাঃ !
ভিটের থানে কফিন ঢাকা চাঁই ?
থিতিয়ে পড়া মিছিল মনে — আঃ !
পথ চেয়েছে , কুম্ভ ফেরৎ ছাই ?
পথের মানে , দধীচি বারবার
নামতা নীলে স্পার্টাকাসের আলো ,
মরচে- ধরা স্বপ্নে দেওয়া ধার
পথের পালে আশা কী জমকালো !