ভাবছ মুখ বুজে বসে আছি সবাই
ভাবছ নির্লিপ্ত আছি হলুদ পাতার মতো
অবসর যাপনে আছি ,যেন
নিঃশব্দের ওই বিসর্গ চিহ্নের মতো…!
ভাবছ শিরদাঁড়া রেখেছি খুলে
এই শ্রান্ত-ক্লান্ত শরীর থেকে
অবসন্ন জরাগ্ৰস্তের মতো…!
যত যাই বলো আমরাও মানুষ
আমাদেরও মনুষ্যত্বটুকু অন্তত এখনও আছে
তা আছে বলেই আমাদেরও অস্তিত্ব আছে
অনুভূতি আছে,উপলব্ধি আছে,স্বপ্ন আছে
আছে যাপন যন্ত্রণারও নানান পার্শ্ব- প্রতিক্রিয়া
আমরাও মগ্ন থাকি,উদ্বিগ্ন থাকি
দুঃখে নগ্ন হই আমরাও
শ্বাসকষ্টে জেগে ওঠে অবিমিশ্র বিহ্বলতা
ভেবোনা ভুলে গেছি সব
ভুলেও ভেবোনা ভুলে গেছি শব্দময় নৈঃশব্দের
অসম্ভব অদ্ভুত ছায়াছবিগুলো…
তাই পথের দিকে এখনও চেয়ে থাকে পথ
চেয়ে থাকে পথিকেরও নিবিষ্ট দু’চোখ
যেন জিজ্ঞাসা চিহ্নের মতো তীক্ষ্ণ ও অপলক
এখনও ওই পথেই মিছিল নামে
ছড়িয়ে পড়ে ধুলো পায়ের সারিবদ্ধ শব্দ
জানিনা এ পথের কত পথ বাকি আর !
জানিনা এ পথে কত মানুষ নামার বাকি আর !
সে যা কিছুই থাকুক বা না থাকুক
পথ কিন্তু পথেই থেকে যাবে অনন্তকাল
কেবল বদলে যাবে পথ ও পথিকের ভাষা
পথই যে পথিক মানুষের অন্তিম আশ্রয় ।