একদিন, ওই দিগন্তে সবুজ ধানক্ষেতে আল পথ ধরে হেঁটে যাবো।
যে মেঠোপথ দিয়ে বাউল গান শুনতে শুনতে তোমার যাওয়া আসা, সেই পথেই পথ হারাবো।
সেই পথেই বৃষ্টি আসবে, তুমি ভিজে হবে একসা,
আকুল করা সোঁদামাটির গন্ধে তুমি বিভোর হবে।
বৃষ্টির শব্দে খুঁজে পাবে আমারই পায়ের পদধ্বনি!
সেই কাঁকড় বিছানা রাঙামাটির পথ, যেখান দিয়ে তুমি রোজ হেঁটে যাও,সেই আকাশ তলে, আমি বলাকার বেশে উড়ে যাবো নিরূদ্দেশে।
দল ছুট উড়ো মেঘ উড়ে যাবো গারো খাসিয়া জয়ন্তীয়া পাহাড় ভেদে করে পৃথিবীর অজানা কোন প্রান্তে নীল পাহাড়ের দেশে।
রাতের গভীরে অন্ধকার ভেদ করে যে ট্রেন পাখি ছুটে চলে, হুইসেল বাঁজিয়ে, থামেনি কোনদিন কোন স্টেশনে আমি তার সঙ্গে যাবো এই দুনিয়া ছেড়ে অন্য কোন দুনিয়ায়।
এমন করে তোমার গভীরে ঢুকে হারাবো যে তুমি শত চেষ্টা করেও যতবার ভুলতে চাইবে
ততবারই বেশি করে ঢুকে পড়বো তোমার অন্তরে।
তোমার ভাবনায় নতুন কবিতা নাই বা রইলাম।
সুজন আমায় নিয়ে লিখো না কোন কবিতা।
তোমার শেষের কবিতায় শেষ পাতার শেষ লাইনে আমি তখন তোমার মনের ছবিতা!