পথের বাঁকে দেখি পথ
পথিককে আড়াল করে ঘুরে গেছে
অনেকটাই দূর দিয়ে
পথেই বদলে যাচ্ছে সময়ের রঙ
বদলে যাচ্ছে শরীরি-ভাষা,সংলাপ,
হাসি আর হাহাকারের দীর্ণগাথা জীবন
আমাদের যারা আত্মগোপনে যেতে বাধ্য করেছিল
তারা এখন হয়ে ওঠেছে মুক ও বধির
তাদের অস্তিত্ব ঘন অন্ধকারময়
এই চরম পরিণতির কথা কখনও ভাবিনি
এখনও পথের বাঁকে বাঁকে পথের স্বপ্নেই
বুঁদ হয়ে থাকে প্রকৃত পথিক
উর্দ্ধে তুলে রেখে বয়ে আনা পতাকা ।