কেউ মনে রাখবে
কেউ মনে রাখবে না
কেউ ভালবাসবে
কেউ ভালোবাসবেই না
কেউ কিছু বলবে
আবার কেউ কিছু বলবেই না
সূর্য ডুবে যায় মাঠের মাঝে
আঁধারের আকাশ অসময়ে সাজে
তলিয়ে যেতে যেতে ভেসে আছি আজও
পাপের প্রায়শ্চিত্ত আরও বুঝি আছে বাকি
তাই কি.. বাঁচিয়ে রেখেছো মাগো ?
মনে রাখা না রাখা সময়ের ব্যবধান
কোন একদিন পাব খুঁজে সমাধান
আমি যে ভালোবাসার এক ভিখারী
ভালোবাসা ছাড়া আর চাইবোই বা কি ?
কারোর কিছু বলা বা না বলায় কি এমন এসে যায় ?
বলার চেয়ে লেখাই ভালো, লিখলে তা থেকে যায়
পড়ন্ত বিকেলে কেউ মনে রাখুক না রাখুক
আমি পথ হেঁটে যাব——
একদিন পথের সাথে পথের দেখা পাবই পাবো।