সম্পর্ক ভেঙে ফিরে গেছ দূরে সেই কবে
নিজেকেও অতিক্রম করে গেছ নিজেই
এখন যাতায়াতের পথ-রেখাকে ক্ষতের দাগ ভেবে
খুব মনখারাপগুলো দিয়ে বিষাদ আঁকো
নিজেরই অশ্রুজলে
আবার অভিমান ভেঙে গেলে
বিষাদ গভীর সেই দু’চোখ
রুদ্ধশ্বাস ছুটে যায় অতীত স্মৃতির খোঁজে
তখন কিন্তু মনে মনে ভাবো
স্মৃতির এই পথ-রেখাই তো দেখিয়ে দিতে পারে
কিভাবে সব ভুল শুধরে নিতে হয়
নতুন আহ্বান নিয়ে দাঁড়াতে হয় মুখোমুখি
আর কিভাবে নিতে হয় নতুন পদক্ষেপ
শিখিয়ে দিতে পারে কিভাবে জীবনের
সিঁড়ি ভাঙতে হয় আর পেরোতে হয়
শূন্যতার ঘন ঘোর জীবনের পথ
আর এভাবেই ক্রমশঃ অগ্নিশুদ্ধ হতে থাকে
পরিবর্তিত ভাবনার দৃঢ় বিশ্বাস
ও সেই পথের গভীর আকুতি … ।