পথিক তুমি কি পথ হারিয়েছ আমাদের পৃথিবীতে
মঙ্গলে নয় চন্দ্রেও নয় খোঁজ পথ এই মাটিতে।
মাটিতে চাঁদের জ্যোৎস্না যে দেখি মঙ্গলে লাল আলো
অরুণোদয়ের সুপ্রভাতে কাটে আঁধারের কালো।
পথিক সুজন হারিও না পথ প্রজ্ঞান দীপ জ্বালো
আঁধার নাশুক তিমির ভেদিয়া মঙ্গলদীপ আলো।
ভ্রমণ পিপাসু কতো মানুষের ভ্রমণ পিপাসা পায়
হে নবকুমার হারিও না পথ কপালকুন্ডলা দেখা দেয়।
গণ জাগরণ ঘটাতেই পারো সুমহান দীপ জ্বালো
অতীশ দীপঙ্কর হবে তুমি তিব্বতে জ্বালো আলো।
সাম্যের গান গেয়ে যাবো বলি পথিক দেখাও পথ
সোজা পথ আর সাম্যের বাণী গড়ে দিক মনোরথ ।
পরিব্রাজক স্বামীজির কথা কে না জানে বলো ভাই
সোজা পথে হেঁটে বিজয়কেতন উড়িয়েছিলেন তাই।
আজ আমাদের লক্ষ্যই হোক সোজা পথে হেঁটে চলা
সবাই বলবে সঠিক মানুষ সোজা পথে পথ চলা।
মানুষ কখনো সাথীহারা নয় মানুষের অভাবে
মানুষ তখনি নিঃসঙ্গ হয় সৎ সঙ্গের অভাবে।
পিতা মাতা ভ্রাতা সদগুরুরাই আলোর পথ দেখায়
কুপথে মানুষ চলে গেলে পরে জীবন বিপন্ন হয়।।