যেতে যেতে পথেই পড়েছে আরও কত যে
পায়ে হাঁটা পথ
তারপর বাড়ির পথে ঝড় ও বৃষ্টি এসেছে
ভিজে ভিজে একশা হয়ে ফিরেছে
একরাশ স্যাতস্যাতে অস্থির মুহূর্ত
ছেড়ে আসা পথের ধারে ঝড় ও বৃষ্টি মাথায়
দাঁড়িয়ে ফল ও ফুলোন্মুখ নিরীহ গাছগাছালি
আকাশের ওপারে কোনও নীল দিগন্ত নেই
বাতাসে বাতাসে আকাশের ভেসে আসা শুধু
এই পৃথিবীর অন্য এক সবুজ সীমানায়
যেখানে নীল দিগন্ত আর সবুজ সীমানায়
জীবনের সব পথ নেমে গেছে ওই অনন্তের দিকে
জীবন মানে বেঁচে থাকা,বেঁচে বর্তে থাকা
স্বপ্নের গলিঘুঁজিতে স্বপ্নে জেগে থাকা
অতএব,পথে নেমে জীবনের সোজা দিক
তন্নতন্ন করে খুঁজছি এখনও দীর্ঘ সময়
এভাবেই খুঁজে যাবো আমৃত্যুকাল
যদি কোনও জন্মে হতে পারি আজীবন পথিক ।