এই পথ ধরেই হাঁটি বরাবর পুরোনো অভ্যাসে,
চেনা মুখগুলোর দর্শন কেমন যেন সংক্ষিপ্তপ্রায়,
অচেনার ভীড়ে হারিয়ে গেছে অতলান্তে।
অনুভবী সম্পর্কে নেমেছে ঝরাপাতার বিষাদ,
মনের ভেতর লালিত পালিত দীর্ঘদিনের শিকড়ে ঝরে ঝুরঝুরে মাটি,
সহজাত স্পর্শ আলোয় আলোকিত স্নিগ্ধ রোদ্দুর।
মুহুর্তরা চেপে ধরে নিবিড় ছায়াতলে,
নিগূঢ় নিবন্ধনে নিরবতায় নিঃশব্দতা বড়ই মুখর,
ভাবনাগুলো খেলা করে চেনা মুখের ভীড়ে।
অচেনা পা গুলো আসে চেনা পথ ধরে,
জীবনের বিচিত্র গতিপথে মোহনা ছোঁয়ার ইচ্ছেয়,
হোঁচট খেতে খেতে চেনা অচেনা ঘুরপাক খায় একই বৃত্তে।
নামহীন রক্তহীন সম্পর্কগুলো একই পথে চলে,
গন্তব্যের প্রান্তিক রেখা সবাইকেই ছুঁতে হবে শেষ অবধি,
এই এলোমেলো পথচলাতেই লুকিয়ে থাকে খুশির আনন্দ।