দশ ঘোড়া দশ দিকে টানে
নেই কোনো নিয়ন্ত্রণ।
তাইতো ঘোড়ার লাগাম লাগি
করি তোমায় আমন্ত্রণ।
জ্বালিয়ে রেখেছি পঞ্চ প্রদীপ
পঞ্চভূতে মিলিতে।
দিবা শেষে বসে আছি
তোমার সাথে মিলিতে।
সাধন-ভজন জানিনা মুই,
পারিনা চন্দন ঘষিতে।
পারি শুধু আপন-পর
সবাইকে ভালোবাসিতে।
দশ ঘোড়া দশ দিকে টানে
নেই কোনো নিয়ন্ত্রণ।
তাইতো ঘোড়ার লাগাম লাগি
করি তোমায় আমন্ত্রণ।
জ্বালিয়ে রেখেছি পঞ্চ প্রদীপ
পঞ্চভূতে মিলিতে।
দিবা শেষে বসে আছি
তোমার সাথে মিলিতে।
সাধন-ভজন জানিনা মুই,
পারিনা চন্দন ঘষিতে।
পারি শুধু আপন-পর
সবাইকে ভালোবাসিতে।