নীল আকাশে উড়ছে পাখি
ঘুরছে সুখে ফুলে,
দেখলে পড়ে জুড়ায় আঁখি
মনটা ভরে তুলে।
শিকারী দল লোভের চোখে
মিহি সূতার ফাঁদে,
পাখির ঝাঁকে ধরার তরে
ছলচাতুরি সাধে।
হিমেল বায়ু খুনশটিতে
কাশে যখন খেলে,
বিহগ দলে ঘুরে বেড়ায়
পাখনা দু’টি মেলে।
অতিথি পাখি বছর ঘুরে
খাবার খোঁজে চরে,
দুষ্ট শিকারি ছলনা জালে
নেয় ওদেরে ধরে।
পাখি শিকার আর করো না
বাঁচাও সবে পাখি,
পরিবেশটা থাকবে ভালো
খোলো বোধের আঁখি।