পাখির ছানা খুবই ছোটো
উড়বে কেমন করে!
ধীরে ধীরে শিখতে হবে
বাঁচতে হবে ঝড়ে।
উড়তে গিয়ে পাখির ছানা
ডিগবাজি খায় গাছে।
কিচিরমিচির শব্দ শুনে
ফেরে বাসার কাছে।
হাওয়া দিলে পাখির বাসা
দুলতে কেবল থাকে।
বিপদ বুঝলে সবাই দেখো
উড়ছে ঝাঁকে ঝাঁকে।
মায়ের কাছে শেখা ওদের
ওড়া ওড়া খেলা।
কিচিরমিচির করে শুধু
কেটে যাচ্ছে বেলা।
ছোট্ট ছানা বুঝে গেছে
বিপদ অনেক আছে।
একা একা লড়তে হবে
মা থাকবে না কাছে।