তোমারই রঙ তোমায় দিলাম,
নয় আড়ালে নয় অগোচরে
দেখেও তুমি দেখলে না তো,
দিলে যে আমার মন ভরে।
এ রঙ কখন লাগালে এসে মনে,
গেলে জীবন মরণ ধন্য করে।
ভালবাসায় রাঙিয়ে রাখলে হৃদমাঝারে
ভ্রূকুটি উপেক্ষা না করে,সমাজ সংসারে
আড়ালে নয়, নয় অগোচরে স্বেচ্ছায়
আজও রঙ দেওয়া নেওয়া চলে হায়
চলবেও,তা সে বসন্ত হোক বা বর্ষায়।