ন্যায়ের টুঁটি চেপে ধরে
অন্যায় চলছে দেশে,
জ্ঞানী থাকে মুখ লুকিয়ে
নয়তো যাবে ফেঁসে।
সত্য কথা বলতে বারণ
আছে নানা বাঁধা,
অন্যায় দেখে অবাক হলেও
চুপ থাকাটাই সাধা।
মিথ্যের বেসাত সর্বত্র যে
নিপুণ কারুকাজ,
সত্য কথা বলতে গেলেই
মাথায় পড়বে বাজ।
লোকঠকানো ব্যবসা করে
আছে দিব্যি সুখে,
প্রতারণা সইছে যারা
মরছে ধুঁকে ধুঁকে।
সত্য ন্যায়ের মানুষ যারা
ধর্ম পথে চলে,
জ্ঞানের আলো দেখান তারা
মিথ্যেটাকে দলে।