শান্তি সুখে থাকতে হলে
চলো ন্যায়ের পথে,
মিথ্যে সদা পাক টা মাখে
শাস্ত্রপাঠ মতে।
সত্য সদা জ্যোতির্ময়
জীবন করে আলো,
মিথ্যে মাখে অপযশটা
মনটা রাখে কালো।
ভুলের পথে চলেন যারা
শান্তি দূরে থাকে,
প্রীতির ভাবে থাকলে তবে
মনটা ভালো রাখে।
অসত্য কে ছেড়ে যারাই
সত্য রাখে ধরে,
জীবন জুড়ে থাকে তাঁদের
সুখ- শান্তি ভরে।
পাপের পথে আঁধার নামে
আলো ন্যায়ের-রথে,
বিবেক বোধে চলা চাই যে
প্রভুর বিধি মতে।