আমি পাতা উল্টালে
ভীষন ঝড়ে অন্ধ হতে
সুখ আকাশ পাল্টে যেত
আগুনে আগুনে
ভালোবাসি তাই তাদের
দিয়েছে কড়া ডোজের
ঘুম ঔষধ
অবহেলায়
বুক জমিনে
এমন কফন তৈরী হয়েছে
তোমার বহু জন্মের রক্ত
শীতল হবে তা মাপতে
তবু আমি
পাহাড়
সাগর হতে
স্বাদ হলেও
ভয় হয়
চেতন অবচেতন জুড়ে
এতো পরীক্ষায়
ক্লান্ত
ভালবাসি তাই
আঘাত দিয়ে দিয়ে
ভোঁতা করেছি
দাঁত নখ
আসলে
গোলাপে নেশা হয় সবার