বন্ধ দুয়ার যাক না খুলে
নীল পাহাড়ের আসুক ডাক
কাজের বোঝা অনেক হল
মন খারাপ ও তোলা থাক
আকাশ নামুক রিম ঝিম ঝিম
গল্পে মাতুক মনের হাট
এলোচুলে হাসুক তারা
নেশায় মাতুক রঙ মলাট
মাখ পিয়ানো হাজার সুখ
নেলপলিশের জন্ম রোজ
আগুন সাগর পেরিয়ে এসেও
মনের মানুষ নিক না খোঁজ