আমাদের একটা কৃষ্টি ছিল
আমাদের একটা সংস্কৃতি ছিল;
আমাদের একটা ধর্ম ছিল
আমাদের একটা মর্ম ছিল;
আমাদের একটা শিক্ষা ছিল
আমাদের একটা দীক্ষা ছিল;
আমাদের জনবল ও মনোবলের একটা মিলন ছিল।
বিশ্বের দরবারে আমাদের প্রতি —
সমগ্র বিশ্ববাসীর একটা ব্যতিক্রমী আকর্ষণ ছিল;
আমাদের একটা জাতি ছিল
আমাদের সৌহার্দ্য মূলক একটি সম্পর্কের ভালবাসা; প্রেম; প্রীতি ছিল;
আমাদের একটা দীর্ঘশ্বাস ছিল
আমাদের একটা বিশ্বাস ছিল;
আমাদের একটা ইয়া মস্ত বড় ইতিহাস ছিল।
হে নেতাগণ; হে স্বার্থের দলদাস; হে অর্থের পিশাচ..
একে একে তোমরা শেষ করে দিয়েছো আমাদের সকল ইতিহাস,
তোমরা সকলেই এক একটা নেমকহারাম।