রাগ বা অভিমানের কারণও জানতে চাই না
অকারণে এগিয়ে যাবো প্রহেলিকা সন্ধানে , ক্ষমা ।
যদিও ক্ষমা চাওয়ার কারণও অজানা ।
আসলে সার্বিক শান্তি চায় অযান্ত্রিক মন ।
উশখুশ খুসকির মতো অবিরাম বিশৃঙ্খলা
পুষে রাখা বিশুদ্ধ ধমনীর ধর্ম নয় ।
নিরুপায় অতীতের শব ব্যবচ্ছেদে
কেনই বা রাজী হবে বৈরাগী বরফের ছুরি !
ব্রহ্মান্ডের উদাসীন আয়ুর গহ্বরে
ফোটনিক উল্কার মতো নিভেই তো আছি !
নেভাও নিপুণ রিপু , ভাসাও অহম্
চলো , পিপীলিকা পথ পেতে পেতে
পৃথিবীকে ভয় শূন্য করি ।