এঁটো পাতে কাঁটাগুলো কুড়িয়ে খায়
গৃহস্থ ভাবনা ।
কানকাটার আছে বেহায়া চাঁদ
বোঝে সে নিসর্গ চাহিদা।
চটা উঠে কটা রং বেরোলেই
তার হাসি ঝরে ভুবন ভোলানো ।
ধুলো ছুঁড়ে নেপথ্য-নায়কের
ভালো লাগে বিলাপচারিতা।
চাতুর্যের গুহাচিত্র সরিয়ে রেখে
নিশিদিন বুকে আঁকড়ে রাখে
বেলজিয়াম গ্লাসের আয়না ।