ভিতরে ভিতরে ভারসাম্যহীন খেলা,
প্রেমে অপ্রেমে বুঝি বয়ে যায় বেলা।
ভিতর দুর্বিনীত তবু জোটের প্রচেষ্টা ,
অন্তর মাঝে শুধু স্বার্থ সিদ্ধির তেষ্টা।
মেকি প্রেমের দোদুল্যমান ছলে,
বিশ্বাস ভরসা সব রসাতলে।
প্রয়োজনে প্রেম, ত্রুটিতে অপ্রেম,
সমাজ জুড়ে দর্শায় তবু ক্ষেম।
কত স্বপ্ন আশা আড়ালে আবডালে,
সুজন সেজে সকলে নীতি কথা বলে।
নিজ স্বার্থে করে নানা কারসাজি,
প্রহসন মিথ্যাচার রাখে শর্ত বাজি।
ক্ষমতার লড়াইয়ে চলে কত কূটচাল,
মিথ্যা প্রতিশ্রুতির বাক্য বেসামাল ।
উন্নয়নের নামে শুধু চৌর্যবৃত্তি সার,
জনগনের টাকায় চলে আমোদ বিহার।