দেশের চিন্তায় আসেনা যে ঘুম
যৎসামান্য- যে তাই
বিদেশ থেকে খুঁজিয়া ছত্রাক,
আশি লাখে কিনে খাই।
দেশের মানুষের জোটেনা আহার,
কেমনে বলো যে খাই
বিদেশী খাবার সস্তায় আনি
খুঁজে পেতে যাহা পাই।
গরিবের কথা ভেবে স্বল্পাহারি,
পেটাইনে তবু ঢাক,
সারাদিনে খাওয়ার জন্য ব্যয়,
মাত্র পাঁচটি লাখ!
আমি প্রিয় নেতা পথে ঘাটে তবু
শত্রুর অভাব নাই,
সামনে-পিছনে শত পাহারাদার
সাথে নিয়ে ঘুরি তাই।
বাঁচাটা আমার বড় দরকার ,
অভাগা দেশের জন্য,
লাক্সারি গাড়ি চড়ি, জনতা
কয়,নেতা নয় নগন্য।
যদিও জানি, ভ্যাকসিন অভাবে
হাজারে হাজার মরে,
লকডাউনে বন্ধ সব-ই যে,
অনাহার ঘরে ঘরে।
দেশের ভাবনায় কমিয়ে খরচ,
মাসে মাত্র দেড়- কোটি,
একথায়,জনগণ কহে, আহা-
নেতাজি বড়ই খাঁটি।