বই আছে খাতা নেই
খাতা আছে মাথা নেই
মাথা আছে ছাতা নেই
গাছ আছে পাতা নেই
দল আছে নেতা নেই
নেতা আছে দল নেই
কথা আছে ব্যথা নেই
নেইয়ের সমুদ্রে ডুবে গেছে সব
দিকে দিকে শুধু নেই;নেই;নেই;আর নেই।
ক্ষমতা আছে মমতা নেই
মমতা আছে সমতা নেই
মায়া আছে দয়া নেই
ছায়া আছে মায়া নেই
ফুল আছে ফল নেই
ফল আছে জল নেই
জল আছে কল নেই
কল আছে নল নেই
নেইয়ের সমুদ্রে ডুবে গেছে সব
দিকে দিকে শুধু নেই; নেই; নেই; আর নেই।
মন আছে অনুভূতি নেই
স্মৃতি আছে প্রীতি নেই
প্রীতি আছে সহানুভূতি নেই
ক্ষুধা আছে খাদ্য নেই
খাদ্য আছে বাদ্য নেই
বাদ্য আছে নৈবদ্য নেই
শ্রাদ্ধ আছে শ্রদ্ধা নেই
ব্রাত্য আছে বৃত্তি নেই
ছলনা আছে লালনা নেই
ললাট আছে মলাট নেই
বিভ্রাট আছে মিটমাট নেই
নেইয়ের সমুদ্রে ডুবে গেছে সব
দিকে দিকে শুধু নেই; নেই;নেই; আর নেই।
নাগরিক আছে পরিষেবা নেই
জল্পনা আছে আল্পনা নেই
পরিকল্পনা আছে শুধু কল্পনা নেই
ইমারতের আড়ৎ আছে ; শুধু তার মেরামত নেই
বেগ আছে আবেগ নেই
চারিদিকে নাবিক আছে বিবেক নেই
সংসার আছে সংহার নেই
উপসংহার আছে উপহার নেই
শুধু নিরাশা আছে,দিন বদলের আশা নেই
নেহের সমুদ্রে ডুবে গেছে সব
দিকে দিকে শুধু নেই; নেই;নেই; আর নেই।
মুক্ত আকাশে হতাশার প্রকাশ
সেখানে কোন ভালোবাসা নেই
বিধবা মায়ের শাড়ির পাড়ে কোন রং নেই
বাবা নামক বৃক্ষ টা মরে গেছে
যার কোন বিকল্প নেই
অসময়ে বসন্ত আসলে সেই বসন্তের অর্থ নেই
বিমুর্তকালের বিহাঙ্গে–
তুফানি ঢঙের কোন বর্ণনা নেই
যাতাকলে মাথা ভেঙে গেলে সে মাথার মূল্য নেই
তবুও সুবর্ণ সময়ের অপেক্ষাতে দিন গুজরাই
নেইয়ের সমুদ্রে ডুবে গেছে সব
দিকে দিকে শুধু নেই; নেই;নেই; আর নেই।