নীড়ে বসে একটা মা পাখি
নির্লিপ্ত দুটো আঁখি মেলে
ধ্যানস্ত হয়ে ডিমে তা দিচ্ছে।
এমন একটা নীড়ের খোঁজে
ঘুরলাম কত গ্রাম ,কত তেপান্তর
হদিস পেলাম না কোথাও ।
স্বর্ণগর্ভা ধরিত্রীর বুকে আগুন জ্বেলে
চলছে জুম চাষের প্রস্তুতি ,
গাছগুলো পুড়ছে,নিশ্চিহ্ন ডালপালা
কোথায় বসবে পাখি,কোথায় রচিবে নীড় ?
নব সভ্যতার জগদ্দল পাথর
চেপে রেখেছে ধরণীর বুক
নব কিশলয় পারেনা মেদেনী ফুঁড়ে ওঠতে
ঘাতকের শিকার হচ্ছে প্রবীণ বৃক্ষরাজি ।
বৃষ্টি গাছটার সব শাখা-প্রশাখা ছাঁটা
কাঁঠাল গাছটার অবস্থা আরো করুণ
ওটা কেটে চিরে চিরে তৈরী হয়েছে
সোনালী তক্তার স্তূপ ।
ছুতোর ব্যস্ত বানাতে বাহারি আসবাব ।
এক পায়ে দাঁড়ানো তালগাছটা ন্যাড়া
ওটা ঘিরে বাবুই পাখি ঘুরছে চক্রাকারে
আমাদের হাতে ঘুরছে তালপাখা ।
আমার নীড় খোঁজা হল বৃথা- শুধু বৃথা
তাইতো এ বুকে এত ব্যথা ।