এমন নীলাভ বৃষ্টি বাদল দিনে, আমার দিশেহারা চোখ কেবল তোকেই খোঁজে!
আষাঢ়ে মেঘে পরতে পরতে নির্জন নীলের সমারোহ! বিরহিনী রাধিকার নীলাম্বরী শাড়ি,মেঘের রঙ, বৃষ্টির রঙ,দক্ষিণা বাতাস বলে গেল আষাঢ়ে বাঁধ ভাঙা বারিষ সে তো শ্রাবণের অপেক্ষায়! তোর সুরের ধারায় বৃষ্টিসুখে তৃষিতা মাটির বুকে সোঁদা মাটি গল্প লেখে। ভেজা সুবাসে দোলা লাগে কুঁড়ি কুঁড়ি পাতায়।
মনকেমনের মেঘলা দিন, আকাশ ছেঁচা বৃষ্টি জলে আজানুকেশ ভিজিয়ে নিয়ে তোকে ছুঁয়ে আমার ভিজে মন মুছে আমি আবারও একলা..! যেমন সব কটা বৃষ্টির ফোঁটা ভীষণ একলা.. ঠিক তোর মতোন আমার মতোন..!
আজ বৃষ্টি ভেজা শ্রাবণ দিনে তোকে অনেক টা খোলা আকাশ দিলাম! তেমন করে তোকে কিছুই তো দিতে পারি নি। জানি, আকাশ তোর ভীষণ প্রিয়… তাই তোর আকাশ তোর ই থাক, আমায় শুধু আকাশের একটু নীল দিস!
অদ্ভুত চোখে তুই আমার দিকে তাকালি,
বললি নীল, সে তো দুঃখ!
বললাম, নীল আদর আমি খুব ভালোবাসি..।
তাই তোর আকাশের নীল টা শুধু আমার হোক।।