শারদীয়া অঙ্গীকারে
ড্রেস রং নীল হবে,
পুজোর সময় কবি বন্ধু
কিনে নেবেন তবে।
নীল পাঞ্জাবি নীলাভ জামা
মেয়েদের নীল শাড়ি,
নীলপদ্ম মাথায় দিয়ে
কৃষ্ণপদ বাড়ি।
নীলকন্ঠ ফুল মালা গেঁথে
পরাব সবার গলে,
পরিবারে অনেক প্রাইজ
নিতে হবে থলে।
অঙ্গীকার বই বিশাল বড়
বহু কবির লেখা,
শৃঙ্খলা সব কৃতকার্য
পরিবারে শেখা।
নীলাকাশে ফুটবে সেদিন
অনেক অনেক তারা,
অনেক কবির একক পুঁথি
স্বনামধন্য যারা।
পরিচিতি পেতে গেলে
নীল পরিবার ভালো
আভিজাত্য পরিবারে
জ্বলে শত আলো।