মেঘ বলে তুই ডাকিস কাকে? মেঘ মানেই তো অনন্ত জলরাশি, আকাশের বুকে ব্যথা বাজলে, বৃষ্টির ফোঁটায় ঝরে পড়ে!
মেঘের বুকে উড়ে যায়,
ওই বনের পাখি।
ওরে পাখি তুই কেন কাঁদাস,
জানিস না কি! আমার বুকের ভিতর নীলাকাশ।
মেঘ বলে তুই ডাকিস কাকে?মেঘের বুকে সবুজ তিস্তা নদী। রঙ বেরঙের দুঃখ কষ্ট,নুড়ি পাথর ঠেলে আপন বেগে বয়ে চলে!
মেঘের বলে তুই ডাকলি যাকে, উড়ুক্কু মেঘ তো ছুটেই চলে, দল ছুট মেঘের বুকে পাখনা মেলে সাদা বলাকারা দূর দূরান্তে যায় যে ভেসে!
আষাঢ়, শ্রাবণ এলেই আকাশ ডাকে, সব অভিমান ভুলে আয় ছুটে আয় আমার কাছে।
বাতাসের ভেলায় চেপে নীল সাদা মেঘ আকাশের বুকে আছড়ে পড়ে।
আকাশ মেঘের পবিত্র আলিঙ্গনে!
মেঘ কে ধরে যায় না রাখা! হারিয়ে গিয়ে, কাশফুল ছুঁয়ে, পেঁজা তুলোর মতো, শরতের মেঘে নীলাকাশে ভাসিয়ে ভেলা!
তুই তখন কবি রূপে নতুন বেশে কবিতা লিখিস মনের সুখে। নীল মেঘে এক পশলা বৃষ্টি এলে, তোর হৃদয়ের বাগান যায় ভিজিয়ে!
দেখ চেয়ে, রাতের আকাশে মেঘের বুকে একফালি চাঁদ কেমন লুকোচুরি খেলে,
তুই তখন অবাক চোখে চলার গতি থামিয়ে, শব্দ জুড়ে ছেঁড়া পাতায় কবিতা লিখছিস আপনমনে!
তখন কি তোর একটি বারও আমায় কি আর পড়বে মনে!