একটা নীল প্রজাপতি,,,
হঠাৎ উড়ে গেলো হেমন্তের ভোরে,
তখনও রাতের কান্না মাটির বুক ছুঁয়ে
নেমে আসছে কুয়াশার ধারায়,
ঘাসের চিবুক স্পর্শ করে
গড়িয়ে পড়েছে প্রকৃতির নির্জনতায়,
উড়নচণ্ডী নীল প্রজাপতি তার দুরন্ত ডানায়
নগ্ন পায়ে নেমে আসলো ঘাসের বুকে,
শিশিরের শীতলতাকে হৃদয়ে জড়িয়ে
তার অরুণ রাঙা ঠোঁটে
হেমন্তের কম্পন অনুভব করে
কোনো এক বিজন প্রান্তরে,
মাধবীলতায় তখনও বাতাসের মৃদু অনুরণন,
খড়কুটো ভেসে চলেছে তখনও ঠিকানাহীন গন্তব্যে,
কিছু আশা আর কিছু স্বপ্ন জমা থেকে যায়
এলোমেলো ধূসর মরুর বুকে,,,।