আমরা যখন আদিম আঁধারে প্রথম আলোর
কুঁড়ি হয়ে ফুটলাম ,
মনে আছে নীলা ?
পাথরের বুকে শেকড় ঢুকিয়ে প্রথম ভুলটি করলাম !
এ ভূমি আমার , ও ভূমি তোমার
দ্বৈরথে মেতে উঠলাম ।
আবাদের পরে আবাদে মেতেছি
জাতকের বীজে জাতক বুনেছি
মাটির আঁচলে বৃষ্টি পেতেছি
পৃথিবীর খনি লোপাট করেছি
নদ নদী নালে লাগাম দিয়েছি
বনেদের মনে আগুন জ্বেলেছি
অবশেষে পোড়া পৃথিবীর স্তনে
দুধ নেই , কাঠি চুষলাম !
যুদ্ধ জোগাড়ে ব্যস্ত থেকেছি
মুনাফার মলে মঙ্গল দ্বীপে
খুঁটে খুঁটে মাল , মালগাড়ি ভরে পাঠালাম ।
কিছু গুরুজন রকেটের বেগে
আকাশের দেশে পালালাম !
আমি তুমি নই , তবু আমি তুমি
পরোক্ষে দোষী রইলাম ।
পুঁজি উৎপাতে উৎখাত সব ,
শবে শবে নীল নীলকন্ঠের চোখে
আবারও সবুজ স্বপ্ন ফোটাতে
প্রস্তুত পাল , বলো বলো নীলা
— আমরাই ক্ষীণ খেচরের ডানা মেললাম ।