নীল খামে চিঠি তোমার
ভরা আছে মিষ্টি কথাচার
খুশিতে ভরা মন আমার
রঙিন হল পড়ে আবার।
ভেবে লাভ নেই আর
বলেছ তুমি বারবার
নেই ভয় মন হারাবার
আমি শুধু যে তোমার।
মনে পড়ে সব ছবি
ক্ষণে ক্ষণে অনুভবি
আছে কত মনে আশা
নিয়ো আমার ভালবাসা।
নীল খামে চিঠি তোমার
ভরা আছে মিষ্টি কথাচার
খুশিতে ভরা মন আমার
রঙিন হল পড়ে আবার।
ভেবে লাভ নেই আর
বলেছ তুমি বারবার
নেই ভয় মন হারাবার
আমি শুধু যে তোমার।
মনে পড়ে সব ছবি
ক্ষণে ক্ষণে অনুভবি
আছে কত মনে আশা
নিয়ো আমার ভালবাসা।