আমি যদি হই গহীন অরণ্য, কিংবা হই নদী,
বয়েই চলি আপন ছন্দে!
পথ যেখানে মিশেছে পথের শেষে!
তুমি তখন একলা পথে নীল অনন্ত আকাশ নিচে আমায় সঙ্গে নেবে!
ধরো, শিশির ভেজা মাঠে কুয়াশা সেজে থাকি হেমন্তের ভোরে।
প্রিয় ডাক নাম ধরে আর যদি না ডাকি।
রোজ একই শব্দ দিয়ে তোমার ঘুম না ভাঙাই!
তুমি কি আমায় যাবেই ভুলে!
না কি তুমি তখন একলা পথে অনন্ত নীল আকাশের নিচে আঙুলে আঙুল ছুঁয়ে আমায় সঙ্গে নেবে!
যদি এমন হয়, হঠাৎ বসন্ত আসে কোকিল ডাকে কুহু সুরে,
তুমি কি আমার থেকে দূরে যাবে সরে!
না কি একমুঠো পলাশ রাঙা, আবীর নীল দিগন্তে ছড়িয়ে একলা পথে আমায় খুঁজে নেবে,
তোমার আকুল করা দু নয়নে!
ধরো আমি যদি মহুয়া মেখে বন্য হই।
গোধূলির মায়া মাখানো রঙে রঞ্জিত হই।
দ্রিমি দ্রিমি মাদল বাজে মনে ।
বনে বনে শুকনো পাতা ঝরায় যদি আগুন লাগে।
তুমি কি তখন আমায় নেবে চিনে!
একলা পথে অনন্ত নীল আকাশের নিচে!