নীলা,
আমি তোমার প্রেমে পড়িনি কোনোদিন,
তবে নিয়ম করে ভালোবেসেছি রোজ,
কাঁপা হাতে তোমার শরীর ছুঁতে চাইনি কোনোদিন,
তবে শতরূপে শতবার করেছি মন ছুঁয়ার গরোজ।
তবে নীলা,
আমি নিজেকে হারিয়ে তোমায় ভালোবাসিনি কোনোদিন,
কিন্তু তোমার পরিপাটি শরীরে প্রতিনিয়ত খু্ঁজেছি আমার অগোছালো আমিকে।
নীলা,
আমি কামুক হয়ে ঠোঁটের উপর ঠোঁট রাখিনি কোনোদিন,
তবে মারাত্মক ভারী দুঃখ-শোক ভুলে নিজেকে হালকা করতে,
তোমায় জড়িয়ে ধরে কল্পনায় বহুবার কেঁদেছি অঝড়ে,
শেষে হয়তো তোমার কপাল জুড়ে নিপুণ হাতে এঁকেছি; আমির সমস্ত উষ্ণ শোককে।
নীলা,
আমি তোমায় নামিদামি উপহার,নামকরা রেস্টুরেন্টে খাবার-দাবার,
কিছুই দিইনি কোনোদিন,
তবে হ্যাঁ, আমার খুব সংগোপন আমিত্বকে বারবার ছুঁড়ে দিয়েছি তোমার মনের গভীরে।
নীলা,
ক্ষনিকের প্রেম তোমায় দিতে চাইনি কোনোদিন,
তবে মানছি আমি তোমায় বুঝিনি কোনোদিন,
তুমিও হয়তো তাই,
আমার সব আমিকে চিরদিনের জন্য দিতে চেয়েছিলাম তোমায়,
তুমিও তো বঝো নাই।
যায় হোক,
নীলা,
তুমি খোঁজো না আর আমায় কোনোদিন,
আমিও হয়তো খুঁজবো না,
তুমি বোঝো না আর আমায় কোনোদিন,
আমিও হয়তো বুঝবো না।
নীলা,
তবে আজ থেকে আমার মন মরীচিকাতে ,
নিষিদ্ধ তোমার হয়রানি।
ভালো থেকো, ভালো রেখো তোমার আগামী।