কোকিল ফিঙে ময়না টিয়ে
ডাকে দুপুর বেলা,
চড়ুই তখন জটলা করে
গাছের ডালে মেলা,
পুকুর ধারে বক বাবাজি
খাবে মাছ যে কষে,
মাছের আশায় কৃচ্ছসাধন
তাই তো আছে বসে।
কাঠঠোকরা যে ঠুকছে কাঠে
গর্ত হবে খাসা,
কোটর করে থাকবে সুখে
বানায় নিজের বাসা।
শালিক বুলবুল চপল বেশী
ঝুটি মাথায় ধরে,
ফুড়ুৎ ফুড়ুৎ পালায় উড়ে
নীলাকাশের পরে।
রাতের বেলা নিশাচরে
জাগে আঁখি মেলে,
বুদ্ধ ভুতুম ডাকে পেঁচা
খায় যে পোকা পেলে।