ওদের কালো ধাগায় বিশ্বাস
পর্দায় নেশা
দেওয়ালের শখ
লতানো সবুজ গাছটার দেহ
কেটে কেটে টুকরো টুকরো করে
বড্ড আরম ওদের
শিকল ভেঙে সে আমাকে
উপহারে দুটি ডানা দিয়েছিল
স্বপ্নের বন্ধ সিন্ধুকের চাবি ও…
স্বাদ দিয়েছিল আকাশের
আমি নীল চেটেপুটে
জীবিত হতাম রোজ
এ রহস্য ফাঁস হতেই
আমার চার পাশে নিঃশব্দ চিৎকার
রক্ত
শ্বাসকষ্টের রোগী তার ওষুধ
বড় যত্নে রাখেন
আমিও
সবার অলক্ষে
চলতে থাকে
আমার নীল পান
ওদের উল্লাসে
নেশা হয়
আনন্দ ও
দুটো ডানা মেলে
নীলকন্ঠ এখন