যতই হাত বাড়াও না কেন
বহুভুজ কখনও বৃত্ত হবে না ।
উত্তর আঁকড়ে আছে শেকড়ের মাটি
তবুও উত্তরমেঘে ভেজার আকুতি !
ভীড়ের টুকরো ঠুকে নির্জনে জ্বেলে যাও
পতঙ্গ আয়ুর প্রতিভা ।
হ্যাঁ এবং না- এর নিষ্পত্তি কূলে
নীলকন্ঠ নৌকায় দুলে যাওয়া
নিরুপায় মানব নিয়তি ।
যদিও ভগ্নাংশে পাওয়া রেঁধে বেড়ে
বেড়ে বেড়ে দ্বিধাহীন শবের পূর্ণতা ।