ঐ দেখো মৃত্যু মিছিল, মহাকালের রোষে ।
মূক ও বধিরের অভিনয়ে আমরা বেশ পারদর্শী ,
সকলেই স্বার্থপরতায় মত্ত l
কিন্তু,সীমান্ত পারে শোনা যাচ্ছে নীরব হুঙ্কার l
দেশ বাঁচানোর স্লোগান সীমানা পার করেছে l
তারই মাঝে বলিদান হচ্ছে প্রাণ,
বিক্ষিপ্ত নিথর শরীর জড়িয়ে কান্নার আর্তনাদ,
সোশ্যাল মিডিয়া বেশ সরগরম l
কিন্তু সেই আর্তনাদ কি আমাদের হৃদয়
স্পর্শ করে না অক্ষম সে কাজে ?
সহস্রাব্দের বর্বরতা মুঠোফোনেই সীমাবদ্ধ l
এদিকে আক্রোশে ফুঁসছে প্রতিবেশী দেশসমূহ,
সুপ্ত আগ্নেয়গিরির মত উত্তপ্ত,
মাঝে মধ্যে নিঃসৃত হচ্ছে ক্রোধের লাভা…
তাতেই সৃষ্ট হচ্ছে ব্যবধানের ভঙ্গিল পর্বত,
যার ক্ষয়প্রাপ্ততার বালাই আপাতত শূন্য l
মনে হচ্ছে সকল চুক্তির বাঁধ ভাঙনের পথে,
যুদ্ধই বিবাদের ফল স্বরূপ আধিপত্য বিস্তার করছে l
হিমাদ্রির ন্যায় মাথা উঁচু করে দন্ডায়মান
এক অলৌকিক ঐশ্বর্য মোদের দেশ !
তৈরী হও সকলে মনে প্রাণে..
দেশ রক্ষার্থে লড়তে হবে আজ ll