শেষ শ্রাবণের গোধূলি বেলায়
আকাশময় আবির খেলায়,
বিহঙ্গের নীড়ে ফেরার পালা
কূজনহীন কানন সন্ধ্যাবেলা l
হঠাৎ কালো মেঘের ভেলা
শ্রাবণের শেষে বারির খেলা,
পলকহীন বিনিদ্র আঁখি বেয়ে
অশ্রুকণা সঞ্চিত রয়েছে ছেয়ে l
শ্রাবণ সন্ধ্যায় হৃদয় জুড়ে
উঠেছে কামনা শরীর ফুঁড়ে,
অঝোর শ্রাবণ ভেজায় মন
ময়ূরী আজ হৃদয় গহন l
বাতায়ন জুড়ে দখিনা হাওয়া
কামনার আগুনে চাওয়া-পাওয়ার
বজ্র নিনাদের করুণ বীন
আলতো স্পর্শে প্রেমের ঋণ l
আকুল মনে প্রিয়ার খোঁজে
বিনিসুতো গাঁথা হৃদয় ভাঁজে,
শ্রাবণের শেষে আঁধার নির্জন
প্রেমের সাগরে ভাসবো দুজন l