নীরব প্রেম
হ্যালো।
_হ্যাঁ। হ্যালো হ্যালো।বলুন ম্যাডাম।
_কেমন আছেন আপনি? অনেকদিন ভাবছিলাম শংকর দা ,,,,,,
__ ঠিক আছে ম্যাডাম। কিছু বলবেন? অফিসের সব ঠিকঠাক আছে তো? আপনি ঘটনাটা শুনেছেন? শুভর মা নেই। খুব ভালো মানুষ ছিলেন। হঠাৎ করেই মর্মান্তিক খবরটা পেলাম। সংসার টা খুব সুন্দর গুছিয়ে করত। আমিতো কত রাত অবধি অফিসেই থাকতাম। এসে জিজ্ঞাসা করতে পারতাম না ও ঠিক আছে কিনা। আমার এত ক্লান্তি থাকত! সারাদিন পরিশ্রমের পর রাত নটা পর্যন্ত অফিসে থাকতাম। আবার তো সকালেই চলে যেতে হতো। বহুদিন হলো আমরা আলাদা থাকতাম। আমার ফেরাতে ওর ঘুম যেন নষ্ট না হয়।
__হ্যাঁ স্যার আমি সব জানি। আপনি আগে আমাকে বলেছেন।
__সুরঞ্জনা ম্যাডাম, আপনাকে কখন বলেছি মনে নেই। সরি। এক্সকিউজ মি প্লিজ। আপনি চলে যেতেন তাড়াতাড়ি,কখনো থাকতেন না,দীপাকে বাড়িতে ছেড়ে আমি ফিরতাম।
_স্যার আমি সব জানি। আপনি আমাদের বস। তাই আপনার অনুমতি ছাড়া আমরা যেতে পারতাম না। আমার মা শয্যাশায়ী,তাই আপনি আমাকে সাতটার সময় মুক্ত করে দিতেন। আমি কৃতজ্ঞ স্যার।
__এটা আমাদের কর্তব্য সুরঞ্জনা ম্যাডাম।আমরা বুঝি, তবুও কাজ কমপ্লিট করার জন্য আপনাদের অপেক্ষা করিয়ে রাখি।
_জানি স্যার। আপনার মেয়ে ফিরেছে?
__নাহ্! এত তাড়াতাড়ি সম্ভব নয়। পরে টিকিট কনফার্ম হলে আসবে।
__স্যার আপনি ভালো থাকবেন।
__তীর্থদা,বসের ওয়াইফ মারা গেছে।
__বাঁচা গেছে।
__কী সব ভুল বকছেন?
__সারাদিন অফিসে পি.এ নিয়ে পড়ে থাকে। কিছুদিন পরে আবার নতুন কেউ।
__যাক্ । ম্যাডাম ভালো ছিলেন জানতাম।
__খুব,,ব ভালো ছিলেন।
__তীর্থদা, খুব সহজেই অন্যের দোষ খোঁজাখুঁজি করি।তার সুবিধা অসুবিধার কথা আমরা খোঁজ রাখি না।
__যা সত্য তাইই বললাম।
__আমি যতটুকু জানি স্যার খুব ভালো মানুষ। অফিসের কাজ পড়ে থাকে না।রাত হলেও কমপ্লিট করে বাড়ি যান।
__ওরকম কাজ আমরাও করি সুরঞ্জনা ম্যাডাম।
__স্যারের দায়িত্ব কয়েক গুণ বেশি। মহিলারা অফিসকে ভালোবেসে দেরী করে ফিরলেই চরিত্র হনন হয়।
__কী আলোচনা করছেন সুরঞ্জনা ম্যাডাম?আপনার ভালো লাগতে পারে,আমরা পছন্দ করি না ওনাকে। আগে একটু আড্ডা দিতাম, কেউ শাসন করার ছিল না। সব্যসাচী স্যার খুব ভালো মানুষ ছিলেন। সৌভিক স্যারের বড্ড দেমাক। খাটিয়ে শেষ করে দেয়।
_ভালো তো। দিনের কাজ দিনের মধ্যে হয়ে গেলে ভালো সৌগত বাবু। অফিস বাঁচবে আমরাও বাঁচবো_বলল সুরঞ্জনা।
__হঠাৎ করে ম্যাডাম আপনার এত ভালো লাগলো? আপনাকে কিন্তু আগেই ছেড়ে দেন।
__তা ছেড়ে দেন বৈকি। আমার পরিস্থিতিটা উপলব্ধি করতে পারেন তাই। সৌগত বাবু নিজেদের বিশ্লেষণ করা উচিত।
__সুরঞ্জনা ম্যাডাম চলে গেলেন। দেখেছেন তীর্থ দা।এখানেও ধান্দা।
__সঠিক নয়। সুরঞ্জনা ম্যাডামের বাবা অসুস্থ দীর্ঘদিন।
__দেখবেন । এখানেও প্রেম জেগে উঠেছে।
__ভুল ব্যাখ্যা করা কিছু মানুষের স্বভাব। আমি স্যারকে চিনি। খুব ভালো মনের মানুষ। অফিস এবং কাজে নিমগ্ন থাকতে তিনি বেশি ভালোবাসেন।কাজ পাগল মানুষ। এই মানুষটার জন্য আমাদের অফিসটা খুব সুন্দর ভাবে চলছে। ভালোবাসা টান সবকিছু তার অফিসকে ঘিরে। ভাল থাকুন সুস্থ থাকুন স্যার।