কতোদিন আর সইব ওগো
বলবে নাকো কথা ,
নিশীথ শেষে ভোর যে হলো
অসহ্য এ নীরবতা ।
দুজনার মাঝে, এ কোন রেখা
কেবলি আড়াল টানে…
অবহেলা তবে করো কেন প্রিয়
ভালোবাসি মনে প্রানে ।
আকাশ আমার তৃষিত আজ
ব্যথিত হৃদয়খানি ,
আকুল মন শুনতে যে চায়
তোমার মধুর বাণী ।
কোন সে লাজে, কোন সে বাধায়
বোলতে না পার সে ব্যথা…
তোমার অধর পল্লব হতে
শুনতে চাই সে কথা ।
বেদনার বোঝা দাও গো সপে
দূর করো যত দহ ,
এ দহন জ্বালায় জ্বলে যাই
সয় না যে আর বিরহ !